অপহরণের ১১ মাস পর সন্তানসহ ভিকটিম উদ্ধার, আসামি গ্রেফতার


দৈনিক আলোড়ন
অপহরণের ১১ মাস পর সন্তানসহ ভিকটিম উদ্ধার, আসামি গ্রেফতার

নওগাঁর বদলগাছিতে অপহরণ মামলার ১০ মাস ২৫ দিন পর বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও থেকে আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় ২ মাসের সন্তানসহ ভিকটিমকেও উদ্ধার করে পুলিশ। আটক আল-আমিন বদলগাছি উপজেলার গাবনা গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ মার্চ বিকাল সাড়ে ৫টায় বদলগাছি উপজেলার সদর ইউপির গাবনা গ্রামের আবু তাহেরের বাড়ির পাশ থেকে মুখে কাপড় বেঁধে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি সিএনজি করে নওগাঁর দিকে নিয়ে যায় আল-আমিন।

৩০ মার্চ মেয়ের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ আইনের ৭/৩০ ধারায় একটি মামলা করেন। পরবর্তীতে মামলাটি কোর্টে পাঠানো হয়।

বদলগাছি থানার এসআই আবু তাহের তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভিকটিমকে ২ মাসের বাচ্চাসহ চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাটের বরিশাল বাজারের মুন্সির বাসা থেকে উদ্ধার করে ও আসামি আল-আমিনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, আসামিকে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।