ফরিদপুরে অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে ট্রাকচাপায় সালেহা বেগম (৫৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মুসলিম মিশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সালেহা বেগম ইজিবাইকে করে অসুস্থ মেয়েকে দেখতে কোমরপুরে যাচ্ছিলেন। এ সময় মুসলিম মিশনের সামনে ইজিবাইক থেকে নেমে রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল দৈনিক আলোড়নকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।