এ বছরই রাশিয়ার পতন ঘটাতে হবে: জেলেনস্কি


দৈনিক আলোড়ন
এ বছরই রাশিয়ার পতন ঘটাতে হবে: জেলেনস্কি

২০২৩ সালের মধ্যেই রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ শেষ করতে হবে। একই সঙ্গে রাশিয়ার পতন ঘটাতে হবে। জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনের।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি মোতায়েন এবং গোলা নিক্ষেপের জন্য আগ্রাসী বাহিনীর যেকোনো নতুন প্রচেষ্টা দৃঢ় ও কার্যকরভাবে প্রতিহত করব আমরা। যুদ্ধক্ষেত্রে এবং আমাদের সমগ্র ভূখণ্ড সুরক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছু করব।’

এদিকে, অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তবে তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটি জানিয়েছে, ইউক্রেনের দখল করা ভূখণ্ড থেকে সব রুশ সেনা প্রত্যাহারের আগপর্যন্ত কোনো ধরনের আলোচনায় বসা হবে না, যুদ্ধবিরতিও হবে না।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক টুইটে পুতিনের যুদ্ধবিরতি প্রস্তাবকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, কেবল দখল করা এলাকা থেকে রুশ সেনারা চলে গেলেই একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে।