কুমিল্লায় গোমতী নদীর পানি একটু একটু করে কমতে শুরু করেছে


দৈনিক আলোড়ন
কুমিল্লায় গোমতী নদীর পানি একটু একটু করে কমতে শুরু করেছে

কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে বন্যাকবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে। এভাবে পানি কমলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে অন্তত সপ্তাহখানেক বা তারও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গোমতী নদীর পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেটা দুই দিন আগে ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বুড়িচং উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকার মানুষ জন্য জানিয়েছেন আজ সোমবার অন্তত এক থেকে দুই ইঞ্চি পানি কমেছে। কোথাও কোথাও পানি কমেছে পাঁচ ইঞ্চি পর্যন্ত।

সরেজমিনে ঘুরে বুড়িচং উপজেলার ভরাসার, ইছাপুর, মহিষমারা ও বাকশিমুল এলাকায় পানি কিছুটা কমেছে। তবে অন্যান্য এলাকায় পানি স্থিতিশীল রয়েছে। আদর্শ সদর উপজেলার শিমড়া, বলেশ্বর রামপুর, ভুবনঘর এলাকার মানুষ জানিয়েছেন, আগামী দিন দুয়েক আরও একটু নিচের দিকে নামবে পানি। তবে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে সপ্তাহখানেক সময় লাগবে।

পানি কমলেও স্বস্তিতে নেই বন্যাকবলিত এলাকার মানুষজন। গত কয়েক দিনে সড়কের অবকাঠামো নষ্ট হওয়ার পাশাপাশি বন্যাপরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা করছেন দুর্গত মানুষেরা। পানিবন্দী অবস্থায় দিন কাটালেও এখনো অনেক মানুষ ত্রাণসহায়তা পাননি।

চৌদ্দগ্রাম উপজেলার কাদঘর গ্রামের বাসিন্দা তৌহিদুল ইসলাম জানান, পানি কমেছে তিন থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ। তবে এভাবে এত আস্তে আস্তে পানি কমলে দুর্ভোগ আরও বেড়ে যাবে। তাঁদের গ্রামসহ আশপাশের গ্রামে এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি। যাঁরা পাচ্ছেন,তাঁরা একাধিকবার ত্রাণ পান। কিন্তু যাঁরা একবারে পাননি, তাঁদের কাছে কেউ আসে না।