কুমিল্লার চৌদ্দগ্রামে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার


দৈনিক আলোড়ন
কুমিল্লার  চৌদ্দগ্রামে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে শুকনো খাল থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌর এলাকা চাটিতলা গ্রামের কৃষ্ণচরা নামক শুকনো খাল থেকে অজ্ঞাতনামা একটি কঙ্কাল উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে কৃষ্ণচরা খাল খননের কাজ চলছে। সন্ধ্যায় লোকজন বস্তাবন্দি কঙ্কালটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, কৃষ্ণচরা খাল থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের পাশ থেকে উদ্ধারকৃত পরিধেয় বস্ত্র ও বেল্ট দেখে ধারণা করা হচ্ছে কঙ্কালটি পুরুষ মানুষের।

উদ্ধারকৃত কঙ্কালের সুরতহাল শেষে ডিএনএ পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে,যখন খালে পানি ভরপুর ছিলো তখন হয়তো বস্তাবন্দি লাশটি ভেসে এসেছিলো। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।