
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র্যালি করে উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমেদ শিকদারের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশন (ভূমি) নাজমুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীপুর (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সাংবাদিক হাবিবুর রহমান, মোশাররফ হোসেন মনির, আরিফ হাজী,ফয়জুল ইসলাম ফয়সাল, ওসমান গনি ও প্রশান্ত সুত্রধর, আশরাফুল আলম রাসেল প্রমুখ।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                        