কোহলিকে তরুণীর চুমু


দৈনিক আলোড়ন
কোহলিকে তরুণীর চুমু

ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটেরই অন্যতম তারকা বিরাট কোহলি। তার জন্য এখনো বিশ্বের অনেক তরুণী পাগল প্রায়। যদিও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে সংসার করছেন তিনি। তাদের ঘরে একটি সন্তানও রয়েছে।

তবে ভক্তদের কি আর দমিয়ে রাখা যায়। সম্প্রতি এক তরুণী কোহলিকে প্রকাশ্যে চুমু খেলেন! আর সেই ভিডিও এরই মধ্যে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অবশ্য বাস্তবের কোহলির সঙ্গে নয়,ভারতের সাবেক অধিনায়কের মূর্তির সঙ্গে চুমু খেয়েছেন এক তরুণী। তবে সে যাই হোক, ভক্তের এমন কাণ্ড নিয়ে সরব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে বসানো হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কোহলির সেই ভাস্কর্যের ঠোঁটে ঠোট রাখছেন এক তরুণী।