গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ভিক্ষুকের


দৈনিক আলোড়ন
গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ভিক্ষুকের

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ভিক্ষুকের (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে উপজেলার সালটিয়া ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ওই ভিক্ষুক ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের পাশে বসে ছিলেন।

এসময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী বলাকা ট্রেন আসতে দেখে প্রথমে তিনি ভিক্ষার থলে রেখে নিরাপদে সরে যান। পরে তিনি সেই থলে আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় জানতে পুলিশ কাজ করছে।