রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত ও নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ঘটনার পর থেকে হাসপাতালে এসে সবাই স্বজনদের খুঁজছেন।
মঙ্গলবার ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের বহির্বিভাগ ঘুরে দেখা যায়, একের পর এক অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে। হাসপাতাল এলাকায় নিহত ও আহতদের স্বজনদের আহাজারি চলছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অনেকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। যাদের অবস্থা গুরুতর তাদের ভর্তি করা হয়েছে। আহতদের সঙ্গে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভিড় এড়াতে ও চিকিৎসা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৭ জন। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের ঢামেক হাসপাতালে আনা হয়।