চীনে কয়লা খনি ধসে নিহত ২, নিখোঁজ অর্ধশতাধিক


দৈনিক আলোড়ন
চীনে কয়লা খনি ধসে নিহত ২, নিখোঁজ অর্ধশতাধিক

চীনে কয়লা খনি ধসে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। খবর বার্তা সংস্থা এপির।

বুধবার (২২ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলীয় মঙ্গোলিয়া অঞ্চলে স্থানীয় সময় দুপুর একটার দিকে প্রথম এই ধসের ঘটনা ঘটে। উদ্ধার অভিযান শুরু হলে বিকেল সোয়া ৫টার দিকে আরেক দফা ধসের ঘটনা ঘটে।

খবরে বলা হয়, এখন পর্যন্ত এ ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশে ঘটনাস্থলে কাজ করছে ১১টি দলের ৫ শতাধিক উদ্ধারকর্মী।

গত বছর একাধিক নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছিল খনির মালিক প্রতিষ্ঠানকে। চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী খনিগুলোর অবস্থান মঙ্গোলিয়ায়।

কাজের পরিবেশ নিশ্চিতে কড়াকড়ি না থাকায় প্রায় নিয়মিত দুর্ঘটনার খবর পাওয়া যায় এসব খনিতে। ২০২০ সালের ডিসেম্বরে একটি কয়লা খনিতে কার্বন মনো-অক্সাইড ছড়িয়ে মৃত্যু হয় ২৩ খনি শ্রমিকের।