ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাণনা


দৈনিক আলোড়ন
ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাণনা

মোঃগোলাম সারওয়ার,
মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি।

গণ অধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে তারুণ্য উৎসব ও ইফতার মাহফিল এবং মানবিক কাজের জন্য সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাণনা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মার্কেটের লাইভ পিৎজা গ্যালারিতে এই সম্মাননা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ছাত্র অধিকার পরিষদের বাঙ্গরা থানা কমিটির সভাপতি কাজী মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত ছাত্র অধিকার পরিষদের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম।

মুরাদনগর উপজেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সিহাব খান, সহ সভাপতি সানবির মহাসিন, সুমন সরকার, বাঙ্গরা থানা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি সাজ্জাদুর রহমান সজিব, ত্রান দূর্যোগ বিষয়ক সম্পাদক জাহিদ সরকার দিপু,কুমিল্লা জেলা গনঅধিকার পরিষদের সহ সভাপতি শাহজালাল সাদী, যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার , সহ সমাজ সেবা সম্পাদক মোঃ কামাল, উপজেলা গনঅধিকার পরিষদের সাবেক আহŸায়ক ফরিদ উদ্দিন (বি,কম), তারুণ্য উৎসব ও ইফতার মাহফিলের উপদেষ্টা পরিষদের সদস্য নূরে আলম, রকিবুল ফয়সাল, অবঃ সার্জেন্ট মোস্তফা মিয়া, রশিদ রানা, জসিম মিয়া সাদেক, আমির হামজা, রাশেদ, সোহেল রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মুরাদনগর ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ৯টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।