ছাদ থেকে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর


দৈনিক আলোড়ন
ছাদ থেকে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

jugantor
প্রচ্ছদ
রাজধানী
ছাদ থেকে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
157
Shares
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing button
ছাদ থেকে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর
রাজধানীর ডেমরায় একতলা ভবনের ছাদ থেকে পড়ে রাইসা (২) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে কোনাপাড়া আলামিন রোড এলাকার আমির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। রাইসা ওই বাড়ির টিনশেড ঘরের ভাড়াটিয়া রুবেল হোসেনের মেয়ে।

রাইসার বাবা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাইসার মা মোছা. রানু আক্তার কাজে ব্যস্ত থাকার সময় খেলতে খেলতে ওই শিশুটি বাড়িওয়ালার ছাদের উপর চলে যায়। এরপর শিশুটি ছাদ থেকে পড়ে যায়। প্রতিবেশীরা শিশুটিকে দেখতে পেয়ে তার মায়ের কাছে জানায়।

এ সময় শিশুটির মা প্রতিবেশীদের নিয়ে মেয়েকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাইসাদের গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা থানায় এলাকার মৌজা সৌলমীর গ্রামে।

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।