ক্ষমতায় থাকতেই সরকার একের পর এক অন্যায় করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
প্রিন্স বলেন, সরকার অপকৌশল অবলম্বন করে কারন ছাড়াই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। জনদূর্ভোগের দোহাই দিয়ে সরকার বিএনপিকে রাজনৈতিক কর্মসূচিতে বাঁধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির ইউনিয়ন পর্যায়ে কর্মসুচী বাধাগ্রস্ত করার জন্যই সরকার নতুন করে এই হামলাও গণগ্রেফতার শুরু করেছে। এ সময়ে বিএনপির কর্মসূচির সময় আওয়ামী লীগকে উস্কানিমুলক পাল্টা কর্মসূচি না দেয়ার আহবান জানান এই বিএনপি নেতা । সংবাদ সম্মেলনে তীব্রনিন্দা জানিয়ে গ্রেফতারকৃত কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান এমরান সালেহ প্রিন্স