জমিসংক্রান্ত বিরোধে হামলায় নারী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৪


দৈনিক আলোড়ন
জমিসংক্রান্ত বিরোধে হামলায় নারী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে হামলার ঘটনায় স্মৃতি দেবনাথ (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান এলাকার নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ এসে দুটি দেশীয় এলজি, ২৩ রাউন্ড কার্তুজ, এক রাউন্ড পিস্তলের গুলি ও ৯১ রাউন্ড রিভলবারের গুলিসহ চারজনকে আটক করেছে।

আটক চারজন হলেন- লোহাগড়া উপজেলার আমিরবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান এলাকার নাথ পাড়ার প্রয়াত সুনীল কুমার নাথের দুই ছেলে বিশ্বজিৎ নাথ শিবু (৪৩) ও রাজিব নাথ (৩০),চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ষোলশহরের নাজির পাড়ার (হিন্দু পাড়া) মানিক রঞ্জন নাথের ছেলে অভিরাম নাথ (৩১) ও কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলহাজারা ইউনিয়নের রিটা বর বাড়ির মিলন চন্দ্র নাথের ছেলে শংকর নাথ (৪৩)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাথ পাড়ার ডা. সুনীল কুমার নাথের সঙ্গে প্রতিবেশী তপন নাথের জমিসংক্রান্ত বিরোধ চলছিল।