টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা, তৌহিদের অভিষেক


দৈনিক আলোড়ন
টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা, তৌহিদের অভিষেক

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

শনিবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।

আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পাওয়া মেহেদী হাসান মিরাজকে রাখা হয়নি একাদশে। এ ছাড়া তৌহিদ হৃদয়ের অভিষেক হয়েছে।

গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করার পর জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান তিনি। এর পর মাঝে ডিপিএলের একটি ম্যাচে ভালো করেন। এবার সুযোগ হয়েছে ওয়ানডের একাদশেও।

ঘরের মাঠে শক্তির বিচারে আয়ারল্যান্ডের থেকে বেশ এগিয়ে বাংলাদেশ। পরিসংখ্যানও কথা বলছে তামিম ইকবালের দলের হয়েই। তবে পরিসংখ্যান আর শক্তি দিয়ে আয়ারল্যান্ডকে মাপা সম্ভব না। কারণ নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে।

ম্যাচের আগের দিন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিও সেই সুরেই সতর্ক করেছিল টাইগারদের। যদিও টাইগারদের সমীহ করে তাদেরই এগিয়ে রেখেছেন সফরকারী অধিনায়ক।