নাইজেরিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৭০ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ ভোট পেয়েছেন ৩৬ শতাংশ। খবর- বিবিসি ও আল-জাজিরা।
অফিসিয়াল ফলাফল অনুযায়ী, বোলার প্রধান প্রতিদ্বন্দ্বী আতিকু আবুবাকার পেয়েছেন ২৯ শতাংশ ভোট। লেবার পার্টির পিটার ওবি ২৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
বিরোধী দলগুলো এর আগে এই নির্বাচনকে প্রহসনের ভোট বলে প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করেছিল।
বোলা টিনুবু নাইজেরিয়ার অন্যতম ধনী রাজনীতিবিদ। ‘এবার আমার পালা’ স্লোগানে তিনি প্রেসিডেন্ট পদে প্রচারণা চালিয়েছিলেন। নিজ শহর লাগোসে অপেক্ষাকৃত নবীন প্রার্থী ওবির কাছে পরাজিত হলেও তার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকায় জিতেছেন, যেখানে তিনি রাজনৈতিক গডফাদার হিসেবে পরিচিত।
গত রোববার (২৬ ফেব্রুয়ারি) নাইজেরিয়ার কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়,যা একত্রিত করে নির্বাচন প্রধানের কাছে পাঠানো হয়। সে সময় জানানো হয়েছিল, ভোটের চূড়ান্ত ফলাফল পেতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।