নিজ নামের ফাউন্ডেশনে লাখ টাকা অনুদান পেলেন হিরো আলম


দৈনিক আলোড়ন
নিজ নামের ফাউন্ডেশনে লাখ টাকা অনুদান পেলেন হিরো আলম

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার পর একটি গাড়ি উপহার পেলে সেটি অ্যাম্বুলেন্স করার ঘোষণা দেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর পরই মানবতার সেবায় নিজ নামে ফাউন্ডেশন করবেন বলে জানান।

হিরো আলম ফাউন্ডেশন করার ঘোষণা দেওয়ার পরই কাজ শুরু করেন সেটির। মানবতার সেবায় সেই ফাউন্ডেশনে এবার এক লাখ টাকা সহযোগিতা করল খানডটকম ওভারসিজ লিমিটেডের এমডি কাশেম খান।

মঙ্গলবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন হিরো আলম। তিনি বলেন, আমার ফাউন্ডেশনে প্রথমবারের মতো এক লাখ টাকা অনুদান পেয়েছি। কাশেম খান অনুদান দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞ আমি। যারা আমার পাশে দাঁড়াচ্ছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমিও সবার পাশে সবাইকে নিয়ে দাঁড়াতে চাই।

তিনি আরও বলেন, আমি দেশ ও দেশের বাইরের সবাইকে নিয়ে আমার ফাউন্ডেশনে একটি কমিটি করব। সেই কমিটি সারা দেশের ৬৪ জেলায় কমিটি করবে। সেখানে স্বচ্ছ জবাবদিহিতা থাকবে। যাতে কেউ বলতে না পারে যে, গরিব-অসহায়ের টাকা মেরে খাওয়া হয়েছে।