নিজ বাড়িতে ডিশের তার জড়ানো ও জখম অবস্থায় যুবলীগ নেতার লা’শ


দৈনিক আলোড়ন
নিজ বাড়িতে ডিশের তার জড়ানো ও জখম অবস্থায় যুবলীগ নেতার লা’শ

নেত্রকোনার কলমাকান্দায় আব্দুল আওয়াল (৪১) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ সময় মরদেহটির গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

নিহত আওয়াল উপজেলা সদরের মাছ মহাল এলাকার মৃত কেফায়েত উল্লাহর ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ছিলেন। ব্যক্তিজীবনে নিহত আওয়ালের স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।

আওয়ালের ছোট ভাই মো. রাসেল যুগান্তরকে বলেন, আওয়াল দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার তিনি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় যান। সন্ধ্যায় তার বাসার প্রতিবেশীর মোবাইল থেকে ফোন করে জানান আওয়ালের হাত থেকে রক্ত পড়ছে। খবর পেয়ে তিনি বাসায় এসে দেখেন নিজ বসত ঘরে খাটের ওপর আওয়ালের গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত। রাসেলের দাবি আওয়ালকে হত্যা করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত ও ঘটনার তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।