পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা


দৈনিক আলোড়ন
পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদর দপ্তরে ১৪ বছর আগে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার সকালে বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং নিহতের স্বজনেরা।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান এবং বিজিবি মহাপরিচালক নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে শহিদ হয়েছেন ৫৭ সেনা।