পুলিশের পোশাকে মসজিদে প্রবেশ করেন হামলাকারী


দৈনিক আলোড়ন
পুলিশের পোশাকে মসজিদে প্রবেশ করেন হামলাকারী

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী হামলাকারী পুলিশের পোশাকে ছিলেন। এ সময় তার মাথায় হেলমেটও ছিল। মূলত পুলিশের পোশাকে থাকায় তাকে চেকপোস্টে আটকানো হয়নি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ প্রধান মোয়াজ্জাম জাহ আনসারি এ তথ্য জানিয়েছেন। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।

প্রতিবেদনে বলা হয়, ৩০ জানুয়ারি পেশোয়ারের রেডজোন এলাকায় মসজিদের ভেতরে জোহরের নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এ সময় সেখানে তিনশ থেকে চারশ মানুষ ছিলেন। এতে প্রায় ১০০ জন প্রাণ হারান। ধসে যায় মসজিদের একাংশ।

মোয়াজ্জাম জাহ আনসারি বলেন, হামলাকারীর একা হামলা চালানোর পরিকল্পনা ছিল না। তার পেছনে একটি বড় নেটওয়ার্ক রয়েছে।

এদিকে পাকিস্তানি তালেবান (টিটিপি) তাদের একজন কমান্ডারের প্রাথমিক দাবির পরে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান রক্ষার দায়িত্ব পালন করেন যারা, তাদের লক্ষ্য করেই সন্ত্রাসীরা ভয়ভীতি সৃষ্টি করতে চায়।

পেশোওয়ারের পুলিশ প্রধান মুহাম্মাদ ইজাজ খান স্থানীয় গণমাধ্যমকে বলেছিলেন, হামলার ঘটনার সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ মানুষ ছিলেন। আত্মঘাতী হামলা ঘিরে সব ধরনের ইস্যু বিশ্লেষণ করে দেখছে তদন্তকারী টিম।