প্রার্থিতা ফিরে পেতে রিট ৩ হেভিওয়েট প্রার্থীর


দৈনিক আলোড়ন
প্রার্থিতা ফিরে পেতে রিট ৩ হেভিওয়েট প্রার্থীর

নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিল হওয়া তিন হেভিওয়েট প্রার্থী প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন।

তারা হচ্ছেন-ফরিদপুর-৩ আসনে শামীম হক, বরিশাল-৪ আসনে শাম্মী আহমেদ ও বরিশাল-৫ আসনে সাদিক আবদুল্লাহ।

তারা তিনজনই আওয়ামী লীগ নেতা। শামীম হক ও শাম্মী আহমেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। আর বরিশাল সিটির সাবেক মেয়র সাদিক স্বতন্ত্র প্রার্থী।

দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে আলোচিত এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

এদের মধ্যে শামীম হকের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ।

রোববার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পারমিশন নিয়ে শাম্মী আহমেদ ও শামীম হক রিট করেছেন বলে জানান তার আইনজীবী শাহ মনজুরুল হক।

অন্যদিকে, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে পারমিশন নিয়ে সাদিক আবদুল্লাহ রিট করেছেন বলে জানান তার আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে শুক্রবার দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুইজনসহ মোট তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।