বাজারের ব্যাগে ২০ লাখ টাকার জালনোট


দৈনিক আলোড়ন
বাজারের ব্যাগে ২০ লাখ টাকার জালনোট

চট্টগ্রামের লোহাগাড়ায় ২০ লাখ টাকার জালনোটসহ ২ প্রতারককে আটক করেছে থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে বাজারের ব্যাগে থাকা জালটাকাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ভোলার দৌলতখান চরপাড়া এলাকার মো. বেলায়েতের পুত্র রুবেল (৩২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের পুত্র ওমর আলী (৫০)।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, আসন্ন রমজানকে সামনে রেখে প্রতারকচক্ররা জালনোটগুলো দেশের বিভিন্ন স্থানে পাচার করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে লোহাগাড়া থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি করে। সেখানে দুই প্রতারকের হাতে থাকা সবজি বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকার জালনোট জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।