বিপিএলের ইতিহাসে এক আসরে ৫০০ রানের মাইলফলক:শান্ত


দৈনিক আলোড়ন
বিপিএলের ইতিহাসে এক আসরে ৫০০ রানের মাইলফলক:শান্ত

বিপিএলের ফাইনালে মুখোমুখি ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলের ইতিহাসে এক আসরে ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন কেবল একজন ব্যাটার। কিন্তু তিনি বাংলাদেশি কেউ নন। তবে এবারের আসরে সেই দুঃখ ঘোচালেন নাজমুল হোসেন শান্ত।

প্রথম বাংলাদেশি হিসেবে এক আসরে ৫০০ রানের মাইলফলক ছুঁলেন বাঁহাতি এই ওপেনার।
বিপিএলে এবার শুরু থেকেই হাসছে নাজমুল হোসেন শান্তর ব্যাট। সিলেট স্ট্রাইকার্সের ফাইনালে খেলার পেছনে অন্যতম কারণ তিনি। আসরে ৫০০ রান স্পর্শ করার জন্য ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৮ রান দরকার ছিল তার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইনিংসের দশম ওভারে মুস্তাফিজুর রহমানকে থার্ড ম্যান অঞ্চল দিয়ে চার মেরে সেই কীর্তি গড়েন শান্ত।

বৃহস্পতিবার শিরোপার এই লড়াইয়ে টসভাগ্য গেছে কুমিল্লার পক্ষে। কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ প্রথমে ব্যাটিং করছে সিলেট।