বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল দক্ষিণী ছবির অভিনেত্রী ও জনপ্রিয় সঞ্চালক সুবি সুরেশের। এরই মধ্যে মাত্র ৪১ বছর বয়সেই তার মৃত্যু হলো।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সুবি সুরেশের বাড়িতে তার বিয়ের প্রস্তুতি চলছিল। শিগগিরই বিয়ে করার কথা ছিল তার। এর মধ্যেই এমন খবরে হতবাক অভিনেত্রীর অনুরাগীরা।
বেশ কিছু দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন কোচির এক বেসরকারি হাসপাতালে। অবশেষে বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ২৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুবি সুরেশ। তার লিভার সমস্যার কারণে চিকিৎসা চলছিল।
সুবি তার ক্যারিয়ার শুরু করেন কৌতুকশিল্পী হয়ে। অল্প কয়েক দিনের মধ্যে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘সিনেমালা’ সুবি বিখ্যাত কমেডি শো, যা দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। এ ছাড়া মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন তিনি।
যার মধ্যে ‘হ্যাপি হাজ়ব্যান্ড‘কনকনাসিমহসনম’সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য ছবি রয়েছে। প্রায় ২০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
অভিনেত্রীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানান, টিভির মাধ্যমে সুবি দর্শকদের মনে একটা জায়গা তৈরি করে নেন। তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল ছিল। আরও অনেকটা পথ চলা বাকি ছিল তার।