হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ি নামক স্থানে সিলেট থেকে হবিগঞ্জমুখী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সাকারিয়া হায়দার রাত সাড়ে ৭টায় জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ৪টি মরদেহ উদ্ধার করেছেন।
উদ্ধার কার্যক্রম চলছে। নিহতদের কারো পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা গাড়ির নিচে আরও কেউ আছেন কি-না তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।