বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক


দৈনিক আলোড়ন
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনি খেয়েছে এক বখাটে যুবক।

পরে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

থানার এজাহার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের একটি বাড়িতে মঙ্গলবার দুপুরে বখাটে যুবক মৃত গদু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩) ওই কিশোরীর ছোট বোনকে কৌশলে দোকানে পাঠিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় কিশোরী চিৎকার শুরু করলে পাশের জমিতে কর্মরত তার বাবা ও এলাকার লোকজন ছুটে এসে আপত্তিজনক অবস্থায় যুবকটিকে আটক করে। এলাকাবাসী যুবকটিকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কিশোরীটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে বুধবার পুলিশ বখাটে যুবককে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে। থানার অফিসার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।