ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করা কাপড় পুড়িয়ে দিয়েছে আগুনসন্ত্রাসীরা


দৈনিক আলোড়ন
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করা কাপড় পুড়িয়ে দিয়েছে আগুনসন্ত্রাসীরা

তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করা কাপড়গুলো পুড়িয়ে দিয়েছে আগুনসন্ত্রাসীরা। সোমবার জার্মানির একটি সুপারমার্কেটে এই ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেয়া যায়, জার্মান শহর রেকলিংহসেনে আগুনসন্ত্রাসীরা একটি সুপারমার্কেট ভাঙছে, যেখানে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য স্বেচ্ছাসেবকরা কাপড় সংগ্রহ করে সংরক্ষণ করে রেখেছিল। আগুনসন্ত্রাসীরা ওই কাপড়গুলোতে আগুন ধরিয়ে দেয়, যার আনুমানিক মূল্য ছিল কয়েক হাজার ডলার।

যে দোকানটিতে কাপড়গুলো রাখা হয়েছিল তার মালিক বিজয় রাজ। তিনি স্থানীয় মিডিয়াকে বলেন যে আমাদের এই জামাকাপড় এবং তহবিল দান করার স্বপ্ন ভেঙে গেছে। ইউরোপীয় বংশোদ্ভূত দুই যুবক সুপারমার্কেটে এসে কাপড়গুলোতে আগুন ধরিয়ে দিয়েছে।

এই আগুনসন্ত্রাসের ঘটনাটি রাজনৈতিক বা জাতিগত উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে এমন কিছুই সন্দেহ করা হচ্ছে। কারণ রাজ এবং তার কর্মচারীরা ‘দুটি তুর্কি পতাকাও খুঁজে পেয়েছে যা দান করা কাপড়গুলোর সাথে পুড়িয়ে ফেলা হয়েছে।

বিজয় রাজ বলেন, ‘এই ঘটনায় আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। আমাদের মধ্যে অনেকে কান্নায় ভেঙে পড়েছে। কারণ আমরা অনুদানের ব্যবস্থা করতে এবং যত্নে করে সেগুলো প্যাকেট করতে ঘণ্টার পর ঘণ্টা পার করেছি।

তবুও সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা কিছু কাপড় ইতোমধ্যে প্যাকেট করে পেছনের অংশে রেখে দিয়েছিলাম, আগুন সন্ত্রাসীরা সেগুলো দেখতে পায়নি।