মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ ক্যাডার আটক, জনতার গণধোলাই


দৈনিক আলোড়ন
মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ ক্যাডার আটক, জনতার গণধোলাই

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মিছিল করতে গেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ ক্যাডারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটককৃতরা হলেন- রাজু (৩০),লাবনী (৩৫) এবং সিরাজুল (৪৫)।

শুক্রবার সন্ধ্যার পর লালমাটিয়ার ২৭ নম্বর সড়কের পাশে মিনা বাজারের সামনে থেকে তাদের ধাওয়া দিয়ে আটক করে বিক্ষুব্ধ জনতা।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এস আই শাহাদাত জানান, তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে মামলার করার প্রক্রিয়া চলছে।