রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় ২ যুবক নিহত


দৈনিক আলোড়ন
রাজধানীর  যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় ২ যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আকবর হোসেন (৩৫) ও হাসান (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ওসি (অপারেশন) মাহিদুল ইসলাম বলেন, সকালে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। আর দুজন সিএনজি চালকের সঙ্গে ভাড়া ঠিক করছিলেন। এ সময় দ্রুত গতির একটি পিকআপভ্যান পেছন থেকে সিএনজিসহ তাদের ধাক্কা দেয়।

এতে সিএনজি চালকসহ বেশ কয়েকজন পথচারী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সিএনজিচালক হাসান ও আকবরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন,এ ঘটনায় পিকআপচালক এবং হেলপারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।