র‍্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরী মারা গেছেন


দৈনিক আলোড়ন
র‍্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরী মারা গেছেন

র‍্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান।

রউফ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তারা হচ্ছেন —রোমানা রউফ চৌধুরী, রোমো রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরী।

আ. রউফ চৌধুরীর নামাজে জানাজা আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে বিক্রমপুরের পৈতৃক বাড়িতে। সেখানে বাদ এশা তার দাফন সম্পন্ন হবে।