শালিকাকে নিয়ে পিকনিকে যাওয়ার সময় ট্রাক চাপায় দুলাভাইয়ের মৃত্যু


দৈনিক আলোড়ন
শালিকাকে নিয়ে পিকনিকে যাওয়ার সময় ট্রাক চাপায় দুলাভাইয়ের মৃত্যু

শালিকাকে নিয়ে পিকনিকে যাওয়ার সময় দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপায় নুরনবী ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের শালী হোসনে আরা বেগম (২০)।

শুক্রবার (৩ মার্চ) সকালে বিরামপুর উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে।

মারা যাওয়া নুরনবী জয়পুরহাট পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি এলাকার আশরাফ আলীর ছেলে।

আহত হোসনে আরা বেগম দিনাজপুরের হাকিমপুর উপজেলার জালালপুর এলাকার এমদাদুল হকের মেয়ে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে জালালপুর থেকে মোটরসাইকেলে করে হোসনে আরাকে বেগমকে নিয়ে পিকনিক করতে স্বপ্নপুরী যাচ্ছিল নুরনবী। বিরামপুর রেলগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে গুরুতর আহত হন নুরনবী ও হোসনে আরা বেগম। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরনবীকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোছা. মনিরা পারভিন বলেন, হাসপাতালে আনার আগেই নুরনবীর মৃত্যু হয়। মাথায় এবং বুকে গুরুত্বর আঘাত পেয়ে তিনি মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির সঙ্গে থাকা নারী সামান্য আহত হয়েছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।