
লক্ষ্মীপুরের কমলনগরে রুবেনা আক্তার (১) নামের এক শিশুকে মাথার ওপর থেকে রাস্তায় ছুঁড়ে হত্যা অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা রহিম মিঝিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে পরিবারের লোকজন জানিয়েছে- রহিম মিঝি মানসিকভাবে অসুস্থ। রহিম মিঝি উপজেলার চরকালকিনি গ্রামের শাহাব উদ্দিন মিঝির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার আগে রুবেনাকে বাবা রহিম কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে দোকানে যান। সেখানে হঠাৎ করে মাথার ওপর থেকে শিশুটিকে তিনি রাস্তায় ছুঁড়ে ফেলেন। এতে শিশুটি চিৎকার করে কেঁদে উঠে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এলে রহিম পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে তিনি একটি গাছে উঠে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটক রহিমের চাচাতো ভাই ফরিদ মিঝি বলেন, রহিম মানসিকভাবে বিকারগ্রস্ত। সে কারণে হয়তো শিশুটিকে রাস্তায় ছুঁড়ে মারে বলে ধারণা করা হচ্ছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন,হাসপাতাল আনার আগেই শিশুটি মারা গেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে রহিমকে আটক করা হয়েছে। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন। তবে পরিবার থেকে বলা হয়েছে রহিম মানসিক বিকারগ্রস্ত। চিকিৎসকের প্রতিবেদন পাওয়া না পর্যন্ত নিশ্চিত হতে পারছি না।
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                        