সাকিবের রেকর্ডের ধারেকাছে কেউ নেই


দৈনিক আলোড়ন
সাকিবের রেকর্ডের ধারেকাছে কেউ নেই

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। সোমবার তার অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় বাংলাদেশ।

এদিন চট্টগ্রামে ব্যাট হাতে ৭১ বলে দলীয় সর্বোচ্চ ৭৫ রান আর বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচায় সবচেয়ে বেশি ৪ উইকেট শিকার করে দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

সাকিবের রেকর্ড গড়া ম্যাচে ইংল্যান্ডকে ১৯৬ রানে অলআউট করে ৫০ রানের জয় পায় বাংলাদেশ। দলের জয়ে অবদান রেখে সাকিব হন ম্যাচ সেরা।

এদিন ম্যাচ সেরার পুরস্কার জয়ের মধ্য দিয়ে আরও একটি নজির গড়েন সাকিব। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫বার ম্যাচ সেরার পুরস্কার জিতেন তিনি।

১৬বার ম্যাচ সেরার পুরস্কার জিতে সাকিবের পরেই আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ১২বার ম্যাচ সেরা হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১০বার ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।