সিলেটে মহিলা হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার


দৈনিক আলোড়ন
সিলেটে মহিলা হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার

সিলেটের একটি মহিলা হোস্টেল থেকে শর্মী রানী নাথ (২০) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে নগরের টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শর্মী দক্ষিণ সুরমা জালালপুরের শতেনদ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে খবর পেয়ে টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেলে নিজ শয়নকক্ষ থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এক বছর ধরে টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেলের দ্বিতীয়তলায় ভাড়ায় থাকতেন তিনি।

সিলেট শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জাগো নিউজকে জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।