আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম


দৈনিক আলোড়ন
আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান খানকে (৬৬) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। রোববার রাত ৯টার দিকে মাদারীপুর শহরের ২নং শকুনী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ৯টার দিকে শহরের কলেজগেট থেকে হেঁটে ২নং শকুনী এলাকার বাসায় ফিরছিলেন মজিবর রহমান খান। বাসার কাছে পৌঁছাতেই মুখোশধারী একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি তাকে কুপিয়ে জখম করে। এ সময় মজিবর রহমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে চিকিৎসক।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এই হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।