ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার জানিয়েছে, বন্দরনগরী হোদেইদায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে। এ হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন। হোদেইদা থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
হুতিদের আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে লোহিত সাগর উপকূলীয় এই শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ এখনও চলছে।
হামলার পর হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, নিহতদের মধ্যে চারজন শিশু ও দুইজন নারী রয়েছেন। একজন এএফপি সাংবাদিক জানান, হামলার সময় পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এর আগেও হুতি বিদ্রোহীরা লোহিত সাগর হয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা চালায়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ওয়াশিংটন, যা এখনও অব্যাহত রয়েছে।
হুতিদের জাহাজে হামলার হুমকির জেরে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌরুটে চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিশ্বের প্রায় ১২ শতাংশ জাহাজ এই রুট ব্যবহার করে থাকলেও বর্তমানে অধিকাংশ জাহাজ বিকল্প পথে দক্ষিণ আফ্রিকার প্রান্ত দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে।