কলেজছাত্রকে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই


দৈনিক আলোড়ন
কলেজছাত্রকে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই

নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে দীপ্ত সাহা (২১) নামে এক কলেজছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১টার দিকে হোগলাডাঙ্গা শ্মশানের পাশ থেকে ওই কলেজছাত্রে লাশ উদ্ধার করে পুলিশ।

দীপ্ত নড়াইল আব্দুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের দীনবন্ধু সাহার ছেলে।

পুলিশ জানিয়েছে, দীপ্ত শুক্রবার বিকাল ৪টার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার বেলা ১১টার দিকে হোগলাডাঙ্গা শ্মশানের পাশের একটি মৎস্য ঘেরে তার মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে লাশ উদ্ধার করা হয়।

সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন‘স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি ছিনতাইয়ের ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।