চেয়ারে বসা নিয়ে বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১৫


দৈনিক আলোড়ন
চেয়ারে বসা নিয়ে বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে।

এতে আহতরা হলেন- জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শামীম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, যুবদল নেতা মো. সোলেমান, মো. খায়ের, উজ্জ্বল, শ্রমিক দল নেতা আবির, যুবদল কর্মী সবুজ, সাইফুল, মো. ইউসুফ, জনি, ইকবাল, আইয়ুব, জাকির হোসেন আহত হয়েছেন। আহত নেতাকর্মীরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

হামলায় আহত সাজেদুর রহমান মোল্লা হিরন বলেন, আমার ওপর হামলা করার জন্য এক নেতা জুনিয়র কর্মীদের লেলিয়ে দিয়েছেন। কোনো ঘটনা ছাড়াই তারা আমার ওপর আক্রমণ করেছে। বিষয়টি নিয়ে আমি জেলার সিনিয়র নেতাদের অবগত করেছি। সাংগঠনিক সভার অভ্যন্তরে উচ্ছৃঙ্খল গ্রুপের চেয়ার দিয়ে হামলায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, দলীয় কর্মকাণ্ডে এসে এ ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়। আমরা খোঁজ নিয়ে দেখছি কারা কী কারণে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।চৌদ্দগ্রাম থানার কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, বিএনপির সাংগঠনিক সভায় দুইপক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয়টি শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।