সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকেই উপজেলার সদর এলাকা, কোম্পানীগঞ্জ বাজার, বাঙ্গরা রামচন্দ্রপুর, বাবুটিপাড়া, পীরকাশিমপুরসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা পর্যন্ত পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করা হয়।
দুপুরে উপজেলা সদরে হেফাজতে ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, স্থানীয় ওলামা মাশায়েখ ও হুফফাজ পরিষদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সাধারণ ছাত্র-জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মিছিলগুলো উপজেলা পরিষদ গেইট সামনে থেকে শুরু করে হয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ কর, করতে হবে ইত্যাদি নানা স্লোগানে প্রতিবাদ জানিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে ইসরায়েলের পতাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়।
পরে আল্লাহু চত্বরে হাজার হাজার তৌহিদি জনতার উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে এসময় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আবদুল আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতী মানছুর কবির প্রমুখ।
বিক্ষোভে ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াইয়ের পাশাপাশি সকল মুসলিম রাষ্ট্রের শাসকদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুক্ষে দাড়াতে আহ্বান জানানো হয়।
বিক্ষোভকারীরা ইসরায়েলকে বয়কট করে বিভিন্ন স্লোগান দিয়ে ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ বলে মিছিলে মিছিলে প্রকম্পিত করো তোলে পুরো এলাকা। এসময় গাজায় ইসরায়েলী বোমা হামলায় নিহত শিশুদের প্রতীকি লাশ নিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা।
দৈনিক আলোড়ন/