মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের পদ ত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ব্যানার টেনে নেন ওসি


দৈনিক আলোড়ন
মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের পদ ত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ব্যানার টেনে নেন ওসি

ক্ষমতার অপব্যবহার করে মুরাদনগরের নিরীহ মানুষদের পুলিশ দিয়ে মামলা ও গ্রেফতার, সংবাদ মাধ্যমজুড়ে দূর্নীতির অভিযোগ ও আওয়ামী লীগের পূর্নবাসনে সহযোগিতাকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা ।

৩০ এপ্রিল বুধবার দুপুর ২.৩০ মিনিটে মুরাদনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করলে আওয়ামী লীগের আমলের মত বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগের দাবিতে করা মিছিলের ব্যানার কেড়ে নেয় মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। পুলিশের হাত থেকে ব্যানার উদ্ধার করে ফের বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

 

এসময় তারা বাবার নামে ঠিকাদারি লাইসেন্স নেওয়া ও দূর্নীতির অভিযোগে এপিএস বহিস্কার হওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন জুলাই আগষ্ট আন্দোলনে কোম্পানিগন্জে বৈষম্য বিরোধী সকল আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদুল ইসলাম নাহিদ , মোঃ রাফি, মীর আসিফ আব্দুল্লাহ, আহসান আহমেদ প্রমুখ, মিছিল টি মুরাদনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আল্লাহর চত্বরে এসে শেষ হয়।