মোঃ গোলাম সারওয়ার; মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইমাম ও উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জামায়াতে ইসলামীর উলামা বিভাগের কুমিল্লা জেলার উত্তরের সেক্রেটারী মাওলানা মোঃ আমীর হোসেনের সভাপতিত্বে প্রধান মেহমানে বক্তব্য রাখেন, উলামা বিভাগ ও বাংলাদেশ মসজিদ মিশন কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান আতিকী ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উলামা ও বাংলাদেশ মসজিদ মিশন, মুরাদনগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আবু নছর মোহাম্মদ ইলিয়াছ
বাংলাদেশ মসজিদ মিশন মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ছামির হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ মাজলিমুল মুফাসসিরিনে কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান হেলালী।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বাইতুল মাল সম্পাদক মোঃ আবু বক্কর সরকার, ইমান মাওলানা অলিউল্লাহ মাদানী, উলামা অধ্যক্ষ কাজী মাওলানা আলমগীর সহ আরো অনেক ইমামও উলামা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ মিজানুর রহমান আতিকী ইমামও উলামাদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু ইমামতি করলে হবে না আপনাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই দেশের জন্য কাজ করতে হবে। আর দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলাদেশ জামাতে ইসলামকে নির্বাচনে নির্বাচিত করে অবশ্যই পাশে থাকতে হবে। তিনি আরো ভালো দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ইমাম ও উলামাদের উদ্দেশ্যে।