মেক্সিকোয় আঘাত হানল ভূমিকম্প


দৈনিক আলোড়ন
মেক্সিকোয় আঘাত হানল ভূমিকম্প

মেক্সিকোর ওক্সাকা অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

বুধবার ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ ভূমিকম্পের খবর নিশ্চিত করে।

এর আগে মঙ্গলবার ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। এতে বলা হয়েছে— মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা।

সূত্র: আনাদোলু এজেন্সি