
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা ৪৭, ৫২ ও ৭১ কে অস্বীকার করে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। যারা ৩০ লক্ষ শহীদকে অস্বীকার করে। যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করেন না, তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই।
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ও পয়ালগাছা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা। সোমবার লক্ষ্মীপুর বাজার মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বিএনপির এ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আক্কাছ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল হক ভূইয়া স্বপন, জেলা বিএনপি নেতা অ্যাড. আ. হ. ম. তাইফুর আলম, জেলা বিএনপি নেত্রী সাকিনা বেগম, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হুদা, বরুড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. কাজী নাজমুস সাদাত, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল জলিলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় লক্ষ্মীপুর ও পয়ালগাছা ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের ও দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের ৫১ সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। এতে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী আকবর। পয়ালগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাইকে ঘোষণা করা হয়।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                        