ট্রাকচাপায় দুই ভাই-বোনের মৃ’ত্যু


দৈনিক আলোড়ন
ট্রাকচাপায় দুই ভাই-বোনের মৃ’ত্যু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাই ও বোনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোচালকসহ আরও দুজন। শনিবার দুপুরে সদর উপজেলার কুড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে লিপি খাতুন (২৮) ও তার ভাই মুকুল (২৫)। আহতরা হলেন- একই গ্রামের অটোচালক নয়ন ও যাত্রী ফিরোজা খাতুন।

সদর থানার এসআই ইয়ামনি হোসেন বলেন, যাত্রীবাহী একটি অটোরিকশা কাজিপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কুড়ালিয়া এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে অটোচালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে দুজন মারা গেছেন বলে শুনেছি। তারা ভাই-বোন। তবে, ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ফিরোজুল ইসলাম বলেন,দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে লিপি খাতুনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে মুকুল নামে একজন মারা যায়।