নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার সুইং সেকশনের ফ্লোরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় কারখানাটির ভেতরে লাগা আগুনে কাপড় এবং বিভিন্ন মেশিনারিজ পুড়ে যায়। একটি দেওয়ালও ভেঙে পড়ে।
শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় বিস্ফোরণ ঘটে। এদিন কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানা ভবনের ৭ তলায় সুইং সেকশন। ফ্লোরটির দরজার জানালা বন্ধ থাকায় সেখানে গ্যাসের সৃষ্টি হয়। গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর আগুন লাগার খবরে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্লোরের একটি দেওয়াল ভেঙে গেছে। দ্রুত আগুন নেভানোর কারণে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।