রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি বাস থেকে মো. ইমন (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইমন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার শান্তিপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকার একটি বাসায় থাকতেন।
সোমবার (৬ মার্চ) যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার একটি বাসা থেকে দুপুর দুইটার দিকে ইমন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ইমনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।