আরাভ দুবাইয়ে আটক হননি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


দৈনিক আলোড়ন
আরাভ দুবাইয়ে আটক হননি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খানের আটকের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, আরাভ খান এখনো দুবাইয়ে আটক হননি।

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে, পুলিশ কর্মকর্তা হত্যার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে তা অস্বীকার করলেন প্রতিমন্ত্রী।

যদিও এরই মধ্যে দুবাইয়ের গোল্ড সুক এলাকায় আরাভ খানের সোনার দোকান ‘আরাভ জুয়েলার্স’র শাটার বন্ধ করে দেওয়া হয়েছে। দোকান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব স্বর্ণালঙ্কার। পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান।