যুবদলের কেন্দ্রীয় নেতা গোলাম মাওলা শাহীন গ্রেপ্তার


দৈনিক আলোড়ন
যুবদলের কেন্দ্রীয় নেতা গোলাম মাওলা শাহীন গ্রেপ্তার

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে জুরাইন থেকে ফেরার পথে সুত্রাপুর এলাকা থেকে শাহীনকে গ্ৰেফতার করা হয়।

এদিকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গোলাম মাওলা শাহীনকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না।

গোলাম মাওলা শাহিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়কও।