রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। এতে সাতজন ফায়ার সার্ভিসকর্মী অসুস্থ হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার।
এদিকে ফায়ারকর্মীদের পাশাপাশি র্যাব, পুলিশ, নৌ, বিমানবাহিনী, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতা করছেন।
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে । পরে ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে ১৯টি ইউনিটে কাজ শুরু করলেও পরে সর্বশেষ ২৮টি ইউনিট কাজ করছে।