ভিয়েতনাম থেকে এলো আরও ১২ হাজার ৭০০ টন চাল


দৈনিক আলোড়ন
ভিয়েতনাম থেকে এলো আরও ১২ হাজার ৭০০ টন চাল

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। খাদ্য অধিদফতর এ চাল আমদানি করেছে।

সোমবার (৭ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত চুক্তির আওতায় জি টু জি ভিত্তিতে (প্যাকেজ-১) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এমডি সি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। এরইমধ্যে চুক্তি অনুযায়ী ৬০ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

 

দৈনিক আলোড়ন/